বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলায় ব্যস্ত সময় পার করেছেন। এইদিন তিনি উপজেলা প্রশাসন আয়োজিত ও বিভিন্ন দপ্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন প্রথমে গোমস্তাপুরে থানা পরিদর্শন করেন। এরপর তিনি হেলিপ্যাড আশ্রয়ন প্রকল্পের উপহারভোগীদের মধ্যে সবজি বীজ, ফলের চারা বিতরণ এবং পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। সোলেমান মিঞা ডিগ্রি কলেজের ছাদ নির্মাণ ও সিসি ক্যামেরা স্থাপন প্রকল্প পরিদর্শন করেন। খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি বৃক্ষ রোপণ ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রপাতি বিতরণ ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় সুষম সার ব্যবহারের লক্ষে কৃষকদের মধ্যে সার সুপারিশ কার্ড বিতরণ করেন তিনি। বিকেলে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপণ, উপজেলা সভাকক্ষে খামারি পর্যায়ে উচ্চ উৎপাদনশীল জাতের ঘাসের প্রদর্শনী প্লট স্থাপনে নগদ অর্থ প্রদান, পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগীদের মধ্যে ঋণ বিতরণ, বিআরডিবির আওতায় পল্লী জীবিকায়ন প্রকল্পের সুফলভোগীদের মধ্যে ঋণ সহায়তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, দফাদার ও মহল্লাদারদের মধ্যে পোশাকসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
ওইসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারসহ অন্যরা।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন তার বক্তব্যে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া তিনি মাদকমুক্ত, বাল্যবিয়ে, জঙ্গিবাদ প্রতিরোধ, না বুঝে না জেনে ফেসবুক কমেন্ট, লাইক শেয়ার থেকে বিরত থাকা, বাড়িঘরে পরিষ্কার-পরিচ্ছন্নসহ বিভিন্ন বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমগুলো তুলে ধরেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।