গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান বিজয়ের সুবর্ন জয়ন্তীতে জাতীয় শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।