বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ীতে মুক্তিযোদ্ধাদের নামফলকের বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাঙ্গাবাড়ী সন্তোষপুর সাধারণ পাঠাগারে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঙ্গাবাড়ী ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মু. মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আলিনগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুল হক, বোয়ালিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নেজামুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা একরামুল হকসহ অন্যরা।