বিডি ঢাকা অনলাইন ডেস্ক
গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লাইসেন্স বিহীন সারের দোকানিকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলা কৃষি অফিস গোপন সংবাদ পেয়ে হৃদয় ভ্যারাইটিজ স্টোর দোকানে সার মজুদ ও
বেশি দামে বিক্রি করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করেন ও মজুদকৃত ডি এ পি সার উপসহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে সরকারি মুল্যে বিক্রির নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম প্রমুখ।