গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়। মঙ্গলবার ( ৩১ আগষ্ট) দুপুরে পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ।স্বাগত বক্তব্য দেন, উপজেলা মৎস্য অফিসার খামার ব্যবস্থাপক চলতি দায়িত্বে আমানুল্লাহ খান। অনুষ্ঠানে রুই,কাতলা ও মৃগেল তিন প্রজাতির ৪০ কেজি মাছ অবমুক্ত করণ করা হয়।