বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্রি ৪৮ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর ইউনিয়নের নওদা মিশন মাঠে এ দিবস পালন করা হয়।
পরে একইস্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী ও আব্দুর রাজ্জাক, রহনপুর সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার বার্নাট রোজারিও, উপসহকারী কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম, রইস উদ্দিন, আব্দুর রাকিব, গানিউল হকসহ স্থানীয় কৃষকরা।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শণী ও গোমস্তাপুর কৃষি বিভাগের সহযোগিতায় ব্রি ৪৮ এ ধান রোপণ করা হয়। গোমস্তাপুর উপজেলায় এ বছর আউস ধান ছয় হাজার ৮৮০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে ব্রি ৪৮ ধান তিন হাজার ৮৪৮ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।