বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন জেলা প্রশাসকের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন, থানা পরিদর্শন, কৃষি প্রণোদনা বিতরণসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় প্রথমে তিনি গোমস্তাপুর থানা পরিদর্শন করেন এবং পরে এলজিইডির বাস্তবায়িত গোমস্তাপুর মোড় হতে ফকিরপাড়া গালর্স স্কুল পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজ দেখেন। এরপর তিনি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে তুলা প্রণোদনার বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক তুলে দেন। এছাড়া

জেলা প্রশাসক রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষাবৃত্তি কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২০ জন শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে উপবৃত্তি এবং কলেজ পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে সাড়ে নয় হাজার টাকা তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
ওইসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন (আলিম),পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com