বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোমস্তপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন ও গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসীন আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান, হোগলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, পূজা উদযাপন কমটির সদস্য অশোক কুমার, আওয়ামী লীগ নেতা নজরুল হক ফজলী, আওয়ামী লীগ নেত্রী শাহিন আক্তার রিমা, ইউপি সদস্য ইমরান আলী, শরিফ উদ্দিন, আলমগীর হোসেন, ইমাম মুসলেমউদ্দীনসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, সকল ধর্মের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্ম নির্ভয়ে পালন করতে ও সম্প্রীতি বজায় রাখতে পারে, কেউ যেন উষ্কানি মূলক পোস্ট বা উষ্কানি মূলক কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকার আহবান জানান।
ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির উস্কানীমূলক বক্তব্য/ছবি এড়িয়ে চলে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে বসবাস করার অনুরোধ জানানো হয় সমাবেশে।