গোমস্তাপুর কাচারীপাড়া সার্বজনীন আদি দূ্র্গা মন্দির শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পরিদর্শনে যান মহান্ত এষ্টেটের এশিয়া মহাদেশের মধ্যে প্রথম বাঙালী মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী,মহান্ত এষ্টেটের প্রধান কার্যালয়,রহনপুর,গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ। উক্ত পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলের সাথে সার্বিক বিষয়ে মহান্ত মহারাজ খোঁজখবর রাখেন ও সকল ভক্তবৃন্দের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।পরবর্তীতে মহান্ত মহারাজ আরো অন্যান্য পূজা মন্ডপ
পরিদর্শণ করেন।মহান্ত এষ্টেটের প্রধান কার্যালয়,রহনপুর,গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।