বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলায় গ্রামআদালত বিষয়ক প্রশিক্ষণ চলছে। ইউনিয়ন পরিষদের সদস্যদের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সদর উপজেলার চার ইউনিয়নের সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে। অন্যদিকে তৃতীয় ব্যাচে শিবগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সদর : সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী গ্রামআদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ শুক্রবার শেষ হবে।
প্রশিক্ষণে সদর উপজেলার ঝিলিম, নারায়ণপুর, রানীহাটি ও চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশ নিচ্ছেন।
ভার্চুয়ালি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ও সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।
প্রশিক্ষণ কর্মশালার সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও সদর পুলিশ ফাঁড়ির ওসি সুকোমল দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হুমায়ূন কবির ও নূরজামাল।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শিবগঞ্জ : অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ গ্রামআদালত বিষয়ক তৃতীয় ব্যাচের দুই দিনব্যাপী মনাকষা ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে।
বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন-জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি)্’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুপুরে সমাপনী অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন— গ্রামআদালত একটি সরকারি সেবা। ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে গ্রামআদালত সক্রিয়করণ প্রকল্পটি চালু করে। প্রকল্পটি শুরুর পর থেকে তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার সহজলভ্য করে লাখ লাখ মানুষের জীবনকে পরিবর্তন করেছে।
এতে প্রশিক্ষক ছিলেন— শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।