বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

গ্রাম পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অংশ : নারায়ণগঞ্জে ডিআইজি হাবিবুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ বার পঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, গ্রাম পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অংশ। গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে আমরা পুলিশের সদস্য হিসেবে মনে করি। আপনারা নিজেরাই পুলিশ এ কথাটি মনে রাখবেন। গ্রামের প্রান্তিক পুলিশ সদস্য হলো আপনারা।

শনিবার ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বন্দর থানা অডিটরিয়ামে গ্রাম পুলিশদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিআইজি হাবিবুর রহমান আরো বলেন, গ্রাম পুলিশের দায়িত্ব পালন করা ক্ষেত্রে কিছু কিছু গ্রাম পুলিশ গ্রাম্য পলিটিক্সের শিকার হন। আপনাদের সমস্যার কথা আপনাদের ওসিকে জানাবেন। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা কাজে বাংলাদেশ পুলিশের পাশাপাশি আপনাদের কৃতিত্ব অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকলের প্রতি সুদিৃষ্ট রয়েছে। আপনারা থানা পুলিশের সঙ্গে মিলে মিশে কাজ করবেন।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিয়াদুল কবির, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল শেখ বিল্লাল হোসেন। মত বিনিময় সভার পূর্বে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা।

সভা শেষে ডিআইজি হাবিবুর রহমান গ্রাম পুলিশের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। পরে তিনি থানা পরিদর্শন শেষে থানা চত্বরে ফলজ বৃক্ষ রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com