চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের জেএমসেন হলে পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন না দিয়ে আধাবেলা হরতালের ডাক দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে এ হরতালের ডাক দেন সঙ্ঘটনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার মোমিন রোডে অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।
জানা যায়, চট্টগ্রামের জেএমসেন হলের পূজার আয়োজন করে মহানগর পূজা উদযাপন পরিষদ। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর একদল মুসল্লি মিছিল নিয়ে জেএমসেন হলের দিকে এগিয়ে যায়। জেএমসেন হল প্রাঙ্গণের প্রধান ফটক বন্ধ থাকায় তারা গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় তারা পূজা প্রাঙ্গনে ঢিল ছুঁড়ে। পুলিশ টিয়ার শেল ছুড়লে হামলাকারীরা হলের পাশ দিয়ে এবং চেরাগী পাহাড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর পূজা কমিটির নেতা-কর্মীরা সড়কে এসে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন, পরিবেশ না থাকায় প্রতিমা বিসর্জন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত বলেন, প্রতিমা বিসর্জন সকাল থেকেই চলছে। শুনেছি মহানগর পূজা উদযাপন পরিষদ জেএমসেন হলে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন বন্ধ রেখেছে।
এদিকে এ হামলার পর বেলা ৩টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জেএমসেন হলে মোড়ে এসে পূজা উদযাপন পরিষদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
এ ছাড়াও প্রতিমা বিসর্জন না দিয়ে জেএমসেন হল মোড়ে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি শনিবার বেলা ১২টা পর্যন্ত হরতালের ডাক দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) বিজয় কুমার বসাক বলেন, জেএমসনে হামলার চেষ্টা করা হলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে ৫০ জনকে আটক করা হয়েছে।