বিডি ঢাকা ডেস্ক
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ আইনজীবীর ব্যানারে কোর্ট চত্বরে ও বিকেলে জুলাইয়ের বিপ্লবী কাফেলার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
অ্যাডভোকেট নুরে আলম আসাদের সভাপতিত্বে জেলা সাধারণ আইনজীবীর ব্যানারে কোর্ট চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আকরামুল হক আকরাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রবিউল হক দোলন, সিনিয়র আইনজীবী ইসহাক আলী, অ্যাডভোকেট সফিক এনায়েতুল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, আইনজীবীরা সারাদেশে সরকারকে আইনি সেবা দিয়ে থাকেন, অথচ আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। বক্তারা চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় ইসকনকে দায়ী করে বলেন- ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, সংগঠনটিকে নিষিদ্ধ করা হোক।
এসময় বক্তারা আইনজীবী নিহতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। অন্যথায় সারাদেশে আইনজীবীগণ ঐক্যবদ্ধভাবে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে বিকেলে কোর্ট মসজিদ এলাকায় জুলাইয়ের বিল্পবের কাফেলার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- মামুনুর রশিদ, আসলাম উদৌলা, আলবসরী সোহান, সাব্বির আহমেদ, আলাউদ্দিন, মাহিনসহ অন্যরা।