বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ৭ম ধাপে ২১ দিনব্যাপী জেলা আনসার ভিডিপির অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুরে জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের হলরুমে চলমান প্রশিক্ষণ ক্লাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।প্রশিক্ষণের অংশ হিসেবেই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়।
জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ ক্লাসে আরো উপস্থিত ছিলেন- সহকারী জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবির, জেলা আনসার ও ভিডিপির সার্কেল আ্যডজুট্যান্ট সেলিম রেজাসহ অন্যরা।
প্রশিক্ষণে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মহান মুক্তিযুদ্ধের চেতনায় এই বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আনসার ভিডিপিকেও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
গ্রামপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক চোরাচালান রোধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে এই বাহিনীর
কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আহ্বান জানান তিনি। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁর অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রশিক্ষণার্থীদের সামনে।
উল্লেখ্য, গত ৬ মার্চ থেকে শুরু হওয়া ৭ম ধাপের এই প্রশিক্ষণ শেষ হবে আগামী ২৬ মার্চ। এতে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন যুবক অস্ত্রসহ এই মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।