সোমবার, ২৬ মে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের রানীহাটী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে ৮৫৮ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে গম্ভীরা গোমস্তাপুরে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের সমাপণী মডেল ভূমি অফিসে রূপান্তর করতে চাই মেঘনার বালুমহাল ইজারা–কাণ্ডে বরিশালে বিএনপির ১২ নেতার পদ স্থগিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বছরে বিপন্ন প্রজাতির ১১ প্রাণীর মৃত্যু পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর নৌ থানা পুড়িয়ে দিলেন জেলেরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৬২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁদপুর-পদ্মা মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ করে জীবীকা নির্বাহ করেন এমন বেশ কয়েকটি জেলেপাড়া নৌ থানার আশপাশে। জাটকা ও মা ইলিশ প্রজনন এবং নিষিদ্ধ জাল ব্যবহারের না করতে বিভিন্ন সময় অভিযান চালায় নৌ পুলিশ। জেলেদের আটক, হয়রানি ও জরিমানা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নৌ থানা আগুন দিয়ে জালিয়ে দেন তারা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় নৌ থানার টিনের লম্বা ঘরটি ছাই ছাড়া আর কিছুই দেখা যায়নি। শুধুমাত্র ওপরের চাল এবং পিলারগুলো অক্ষত আছে। থানার ভেতরের কক্ষগুলোতে থাকা পুলিশের ব্যবহৃত কোন আসবাবপত্রের চিহ্নও নেই।

লঞ্চঘাটের স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার (৫ আগষ্ট) শেখ হাসিনার পদত্যাগের খবরের আবাস জানতে পেরে নৌ থানার ওসি, কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা তাদের হাতের কাছে যা পেয়েছে তা নিয়ে থানা থেকে পালিয়ে যায়। কারণ নৌ থানার পশ্চিম পাশেই রয়েছে টিলাবাড়ি নামক বড় ধরণের জেলে পল্লি এবং আনন্দন বাজার এলাকা। তারা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে থানায় আগুন দিয়ে সব লুট করে নিয়ে যায়।

 

 

আগুন দেওয়ার ঘটনায় কারা জাড়িত এমন তথ্য না পেলেও একাধিক জেলে জানান, জাকটা ও মা ইলিশ রক্ষা এবং নৌ পুলিশের নিয়মিত অভিযানে জেলেদের অনেক হয়রানি করা হয়। তাদেরকে নিয়মিত অর্থ না দিলে নদীতে নৌকা ডুবিয়ে দেওয়া হয় এবং আটক করে চালান দেওয়া হয়। নৌ পুলিশ প্রতিষ্ঠার পর থেকেই এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে জেলেরা। তারই বহিঃপ্রকাশ ঘটে থানায় আগুন দিয়ে।

 

 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘সোমবার সকালে আমরা থানা থেকে চলে আসি। পরে কোন সময় আগুন দিয়েছে বলতে পারবো না। কারা এই ঘটনা ঘটিয়েছে তাও বলতে পারবোনা। কারণ, এখন পর্যন্ত আমরা সেখানে যেতে পারিনি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com