বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের চাঁন্দলাই নূরানী একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একাডেমি চত্বরে এসবের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মো. আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকবর হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. সাইদুজ্জামান, চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি আব্দুর রাকিব। স্বাগত বক্তব্য দেনÑ চাঁন্দলাই নূরানী একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মো. ওবাইদুর রহমান।