বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলবাড়ি গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক পক্ষ অপরপক্ষের বাড়ি ঘেষে গভীর গর্ত করে মাটি কেটে নিচ্ছে। এতে করে অপরপক্ষের বাড়ি ঘর ও গাছপালা এখন হুমকির মুখে।এ নিয়ে থানায় অভিযোগ দায়েরের পরও সমাধান না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দাখিলকৃত অভিযোগপত্র থেকে জানাগেছে, ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ি মৌজার হাল ৫০ নং খতিয়ানভূক্ত ৩৭৪ দাগে মনিরুল ইসলাম ও তার চাচা আবুল কালাম আজাদ’র বাড়িঘর ও বিভিন্ন গাছপালা দীর্ঘ ৬০/৭০ বছর যাবত ভোগদখল করছে। গত ২৮ মার্চ মেশিন দিয়ে প্রতিবেশী মৃত আবুল হোসেনের ছেলে মিজানুর, জাহাঙ্গীর ও ইসমাইলসহ অন্যান্যরা মনিরুল ও তার চাচার বসতভিটার ৩৪২ ও ৩৪৩ দাগের উত্তর সীমানার জমি নিজেরায় মাপজোখ করে ৮ ফুট গভীর করে মাটি কেটে সরিয়ে তাদের পুকুর ভরাট করতে থাকে। মনিরুলসহ তার চাচা যৌথভাবে মাপজোখ করে উভপক্ষের সীমানায় আইন অনুযায়ী জমি রেখে মাটি কাটতে বলায় প্রতিপক্ষরা গালিগালাজসহ প্রাণনাশের হুমকী দিলে মনিরুল ইসলাম ও তার চাচা আবুল কালাম পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পরদিন বাদিপক্ষ ফোনে ভিডিও ধারন করার সময় অভিযুক্তরা লাঠিসোটা, ধারালো দা ও হাসুয়া নিয়ে তেড়ে আসে। এসময় মনিরুল ও তার চাচা দৌড়ে এসে তারা নিজ বাড়িতে আত্মরক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৩টি ধারালো দা উদ্ধার করে থানায় নিয়ে যান। বর্তমানে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে অভিযুক্ত মিজানুর জানান, তিনি সীমানা মাপজোখ করেই মাটি কাটছেন।তাতে কে বাধা দিল তা দেখার দাঢিত্ব তার নয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, বসতভিটার সীমানায় গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ পেয়েছি। শুক্রবার এ নিয়ে সংঘর্ষেও আশংকায় পুলিশ পাঠিয়ে দেশিয় অস্ত্র জব্দ করা হয়েছে এবং উভয় পক্ষকে সর্তক করা হয়েছে। তদন্তকারী অফিসারের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।