শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউ’ পি নির্বাচনঃ নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে কানসাট

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৬৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনী এলাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্য। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাগণ কানসাট ইউপির ১০টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। নিরপত্তার ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কোন ধরনের বিশৃংখলা ঘটার সম্ভবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে উপজেলা নির্বাচনী কর্মকর্তা তাসিনুর রহমান জানান, ১০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে কোন কেন্দ্র চিহ্নিত করা হয়নি। তিনি আরও জানান, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, নির্বাচনে কোন ধরণের বিশৃংখলার আশঙ্কা নেই। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রসঙ্গত, কানসাট ইউপি নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে ১০৭ ভোট কক্ষে ১৬ হাজার ২২ জন পুরুষ ও ১৫ হাজার ৪২৭ জন মহিলা ভোটার প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রতীকের প্রার্থী বেনাউল ইসলাম ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সেফাউল মূলক প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com