গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোড় থেকে আম ভর্তি করে কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে উপর কাঞ্চনতলা রাস্তার ধারে গতকাল শুক্রবার (১১জুন) আনুমানিক রাত ১১টার সময় একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে গর্তে পড়ে যায় ট্রাকটি।ট্রাকটিতে ৫০০ ক্যারেট আমের মধ্যে ৪’শ’ ক্যারেট আম নষ্ট হয়ে গেছে।এতে আম ব্যবসায়ীরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, গতকাল রাত আনুমানিক ৮টার সময় সাইড দিতে গিয়ে একটি আম ভর্তি ট্রাক উল্টে যায় । এতে ট্রাকের ৪’শ ক্যারেট আম নষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আম ব্যবসায়ী ডালিম বলেন, গতকাল শুক্রবার রাত ৮টার সময় বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোড় থেকে আম ভর্তি করে ৫’শ ক্যারেট নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের একটি গর্তে পড়ে যায়। গাড়িটি ড্রাইভার না চালিয়ে হেলপার চালাচ্ছিল তাই এমনটি ঘটেছে। এখানে ২০ জনের অধিক আম ব্যবসায়ীর আম ছিল। আমগুলো ৯৫ ভাগ নষ্ট হয়ে গেছে।এতে প্রায় তিন লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে।তার তত্ত্বাবধানে এ আমগুলো কুমিল্লায় যাচ্ছিল।আমগুলো নষ্ট হওয়ায় সে খুব চিন্তিত রয়েছে কারণ এগুলোর মালিক তার কাছে ক্ষতিপূরণ নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রদান করছে। কিন্তু দুঃখের বিষয় ট্রাক মালিক প্রভাবশালী হওয়ায় সে এর ক্ষতিপূরণ পাবে না।