গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক উল্টে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন,শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় গ্রামের রফিকের ছেলে রুফশান (২৫), সামেদ আলীর ছেলে টিটু (২৮) ও খাইরুল ইসলামের ছেলে ইদ্রিস (৪০)। এছাড়া একই উপজেলার লক্ষীপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জুবায়ের (৩৮)। শুক্রবার (২জুলাই) সকালে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের ধূলাউড়ি নামক স্থানে ট্রলিকে সাইড দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ওই সড়কের ধূলাউড়ি নামক স্থানে আড্ডা থেকে আসা একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে ইট ভর্তি ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের ৪জন শ্রমিক ইটের ভিতরে চাপা পড়ে।পরে স্থানীয় লোকজন ইট সড়িয়ে ট্রাকের শ্রমিক রুফশান,টিটু,ইদ্রিস ও জুবায়ের’কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত শিবগঞ্জ উপজেলার রফিকের ছেলে রুফশান ও একই গ্রামের সামেদ আলীর ছেলে টিটুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।এ ঘটনায় রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।