চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় বাদশা(৩৫) নামে একজন নিহত হয়েছে।এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।নিহত বাদশা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।আহতরা হলেন,একই গ্রামের আব্দুস সালামের ছেলে শহিদুল(২৩),মুসলিম উদ্দীনের ছেলে মোবারক (৩১),নুরতাজ আলীর ছেলে মোরশালীন(২০) ও মটরসাইকেল চালক কাশেমপুর গ্রামের আলতাস উদ্দীনের ছেলে সোহেল (৩৬)।ফায়ার সার্ভিস ও স্হানীয় সূত্রে জানা গেছে,রহনপুর-যাতাহারা সড়কের ডোবার মোড় এলাকায় মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ৫ জন আহত হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পথে ১ জন মারা যায়।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।