ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর আওতায় ১৮ জনকে গাভী বিতরণ করা হয়েছে। গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে শুক্রবার (২২ জানুয়ারী) সকালে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সংসদ সদস্য মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, সে সময় আরি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়নের চেয়ারম্যানগন সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপস্থাপনা করেন গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম।