বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে এর আগে যুগ্মসচিব হিসেবে প্রমোশন দেয়া হয়।
মো. আব্দুস সামাদ ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী জেলার আইন শৃঙ্খলাসহ সকল বিষয়ে কাজ শুরু করেন। তিনি বিসিএস ২৪ ব্যাচের সদস্য। যোগদানের ১১ মাস ২২ দিনের মাথায় তাঁকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে কক্সবাজার ও মাদারীপুরের জেলা প্রশাসককে (ডিসি) পদায়ন করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করে যুগ্মসচিব হিসেবে জাতীয় বেতন কমিশনে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মাদারীপুরে জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারকে যুগ্মসচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
জন প্রশাসনের উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারী করেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।