মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ সোমবার বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আমদানীকৃত ৪ মেঃ টন আফ্রিকান মাগুর মাছ বোঝাই একটি ট্রাক উপজেলা মৎস্য কর্মকর্তার অনুরোধে নাচোল থানা পুলিশ উপজেলার নেজামপুর বাজারের পাশে তরিকুলের আড়ৎ থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমান আদালতে নাচোল রেল স্টেশন মোহানবাগান পাড়ার মৃত মিঠু মন্ডলের ছেলে মাছব্যবসায়ী তরিকুল ইসলামকে ঢাকা থেকে নিষিদ্ধঘোশিত ৪ মেঃ টন মাগুর মাছ আমদানীর অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা ও আমদানী করা মাছ জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা এ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামিম, নাচোল থানার এসআই গোলা রসুলসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।