বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে নেমেছে গাছ পাকা গোপালভোগ আম। দাম, প্রতি কেজি ১২০ টাকা। এই গাছপাকা আম বিক্রি করছেন বাজারের ফল বিক্রেতা। শুক্রবার সকালে শিবগঞ্জ বাজারে নুরুল ইসলামের ফলের দোকানে এ পাকা আম দেখতে পাওয়া যায়। নুরুল জানান, সকালে শিবগঞ্জের কালুপুরের একটি বাগানে আম গুলো পাড়া হয়েছে। ওই বাগানের মালিক হাফিজুর বাজারে আমগুলো পাইকারি ১০০ টাকা কেজিতে বিক্রি করে। এখন আমরা বিক্রি করছি ১২০ টাকা কেজি দরে। তিনি আরও বলেন, এ বাজারে জেলার প্রথম পাকা আম বাজারে নেমেছে। এখন প্রায় সব গুটি জাতের আম গাছগুলোতে পাকা আম দেখা দিয়েছে। এ মাসের শেষের দিক থেকে বাজারে পাকা আম নেমে যাবে।