বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শাহবাজপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিন(ফেলু বোনা)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । আজ সোমবার সকালে শাহবাজপুর কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত,
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক ও আফসার আলী মাস্টার প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুল আলম রানা সহ অন্যরা। মৃত্যু কালে ইলিয়াস উদ্দিন এর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যু র সময় তিনি স্ত্রী,৪ছেলে ও ১মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের পরিবার কে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে দাফন কাজ সম্পন্ন করার জন্য ১৫ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করেন। সেসাথে শিবগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ১ হাজার ১শ, যা বাংলাদেশের অন্য কোন জেলাতে নাই তাই তিনি নিজেকে গর্বিত মনে করেন।