বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা প্রবীণ নিবাসের সদস্যরা এখন থেকে নতুন ভবনে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৫৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা প্রবীণ নিবাস জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহরে নবনির্মিত ভবনে স্থানান্তর করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) এই নিবাসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। নিবাসের সভাপতি ডা. আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, সেবা ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা, আবুল হাসান, জেলা বিএমএর সভাপতি ডা. দুরুল হোদা। এছাড়াও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াসুর রহমান মবিন।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এমন চিন্তা বুকে ধারণ করে সহায়-সম্বলহীন বয়স্ক মানুষদের জন্য মহানন্দা প্রবীণ নিবাস নামের এই বৃদ্ধাশ্রমটি গড়ে তোলেন চাঁপাইনবাবগঞ্জের কয়েকজন দরদি মানুষ। ২০১২ সাল থেকে চিন্তা ভাবনা শুরু হলেও ২০১৬ সালের ১ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান। জেলা শাহরের গাবতলায় ভাড়া বাড়িতে এই নিবাসে হতভাগ্য মানুষদের রাখা হয়েছেলি। বর্তমানে ১৪ জন প্রবীণ নারী-পুরুষ নতুন ভবনে বাস করছেন। বক্তারা প্রবীণদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com