বিডি ঢাকা অনলাইন ডেস্ক
মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবক সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হেরাশ মন্ডল টৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের
সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী
ইসলাম জেসী। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ ড. সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নাহার রুবিনা, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার
মোহাঃ দুরুল হোদা, মহারাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, অভিভাবক পলাশ মিয়াসহ অন্যরা। এসময় মা অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।