গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাত দলেরা ছিনিয়ে নিয়ে গেছে টাকা ও মোবাইল। রোববার দিবাগত রাত ১টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর ইউনিয়নের বংপুর নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।এতে ৫ জনের টাকা ও মোবাইল ডাকাত দলেরা ছুরি,করাত ও ধারালো অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে টাকা নিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডাকাত দলের হামলার স্বীকার চৌডালা ইউনিয়নের এক বাসিন্দা বলেন, তিনজন ডাকাত হাইসা,করাত নিয়ে তাদের দিকে এগিয়ে আসে এবং হত্যার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের কাছে মোবাইল ছিল সেটাও তারা ছিনিয়ে নিয়ে গেছে।আরো একজন হামলার স্বীকার ব্যক্তি জানান,তারা ৪-৫ জন ছিল।তারা তিনজন বাডাতকে প্রতিহত করার চেষ্টা করলেও সাহস না পাওয়ায় তাদের ওপরে ডাকাত দলের সদস্যরা ঝাঁপিয়ে পড়ে এবং ১৫ হাজার টাকাসহ ২টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। ওই এলাকার বাসিন্দা সুমন আলী জানান,আড্ডা সড়কের বংপুর মার্চেন্ট অটোরাইস মিলের সামনে অটো ও সিএনজিতে করে ৪/৫ জন ব্যক্তি যাওয়ার পথে তিনজন ডাকাত দলের হামলার স্বীকার হয়। রাস্তার গাছ কেটে ফেলে ডাকাতি করে দু’জনের ৩৫ হাজার টাকা ও ৪টি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।পিকআপ ভ্যানের ড্রাইভার গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে তারা কোন প্রশাসনিক সহযোগিতা পাননি।তিনি আরো বলেন, এই সড়কের ওই স্থানটিতে কিছুদিন আগে একটা অটোচালককে হত্যা করা হয় এবং ডাকাতির ঘটনা ঘটে থাকলেও পুলিশের ভূমিকা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তাই স্থানটিতে একটি পুলিশি অস্থায়ী ক্যাম্প করা হলে ডাকাতির ঘটনাটি কমে আসবে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, কালকের ডাকাতির ঘটনাটি তাদের জানা নেই।আর আড্ডা সড়কে রাতে থানা পুলিশের একটি টিম টহল দেই। ওই সড়কের ওই জায়গাটিতে অস্থায়ী পুলিশ ক্যাম্প দেওয়া যায় কিনা? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। যদি প্রয়োজন হয় তবে তারা দেওয়ার ব্যবস্থা করবে।