ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে অভিযান চালিয়ে ৩টি মোটর সাইকেল, ৭টি মোবাইল ও বিপুল পরিমান ইয়াবাসহ ফেন্সিডিল উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শনিবার দিবাগত রাত ৮টা হতে রোববার সকাল পর্যন্ত অভিযানে এসব মালামাল ও মাদক উদ্ধার করে ৫৯ বিজিবি। রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোহম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস এর নেতৃত্বে শিয়ালমারা সীমান্তে অভিযান পরিচালনাকালে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় তারা তাদের ব্যবহৃত ৩টি মটর সাইকেল ও ৭টি মোবাইল ফোন ফেলে যায়। মটর সাইকেল তিনটি তল্লাসী করে ১৯৫০ পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক মাদক ব্যবসায়ীরা হলো-বালিয়াদিঘী গ্রামের মৃত ওসমান গনির ছেলে সোবাহান মিয়া (৪০), শিয়ালমারা গ্রামের কুদ্দা ঘোষের ছেলে মোঃ মাইদুল (৪০), বালিয়াদিঘী গ্রামের মোঃ সাকিম হোসেনের ছেলে মোঃ তহুরুল (৩০) এবং একই গ্রামের মোঃ বাসু সরদারের ছেলে মোঃ শহীদুল ইসলাম। বিজিবি জানায়, পলাতক আসামীরা স্থানীয় সন্ত্রাসী এবং বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আটককৃত মালামাল ও মাদকের সিজার মূল্য আনুমানিক ১০ লক্ষ ১৭ হাজার টাকা বলে জানায় ৫৯ বিজিবি। আটককৃত মালামাল ও পলাতক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে প্রেসনোটে জানায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এবিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমির হোসেন মোল্লা পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।