বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ও সদর উপেজলার অাতাহারে ভোজ্য তেলের অবৈধ মজুদ রাখায় মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়িদের। বুধবার (১১ এপ্রিল) বিকেলে ও সন্ধ্যায় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এ সময় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার ইরশাদ নগর মোড়ে অবস্থিত আদর্শ খাদ্য ভান্ডারের মালিক মোঃ সাদিকুল ইসলামের এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজারের পাইকারি মুদি ব্যবসায়ি মেসার্স ভোলা স্টোরের স্বত্বাধিকারী শ্রী ভোলানাথ সাহার গুদামে এ অভিযান চালানো হয়।পরে তাদের সতক করে দ্রুত তেলগুলো বাজারজাত করার নিদেশ দেয়া হয়।
জানা গেছে,
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত রহনপুর পুরাতন বাজারের পাইকারি মুদি ব্যবসায়ি মেসার্স ভোলা স্টোরের স্বত্বাধিকারী শ্রী ভোলানাথ সাহার গুদামে অবৈধভাবে মজুদ করা ১১৭ ব্যারেল ভোজ্য তেলের সন্ধান পায়। যার পরিমাণ ২৩ হাজার ৮শত ৬৮ লিটার।তেল গুলো দ্রুত বাজারজাত করার জন্য সতক করে অভিযান শেষ করেন ইউএনও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, খুচরা মুদি ব্যবসায়িদের তেল না পাওয়ার অভিযোগ ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে অবৈধ মজুদ রাখার বিষয়ে সতর্ক করে তাকে বর্তমান মূল্যে দ্রুত তেলগুলো বাজারজাত করার নির্দেশ প্রদান করা হয়।
অপরদিকে একই সময় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার ইরশাদ নগর মোড়ে অবস্থিত আদর্শ খাদ্য ভান্ডারের মালিক মোঃ সাদিকুল ইসলামের ২ টি গোডাউনে অভিযান চালায় সদর উপজেলা নিবাহী অফিসার ইফফাত জাহান।
তিনি জানান, তাদের ২ টি গোডাউনে আজকের ( বুধবারের) অর্ডারের বিপরীতে আমদানীকৃত ৮০ প্যাকেটে রক্ষিত ১৬ শ লিটার তেলের সন্ধান পাওযা গেলে তেলগুলো সরকার নির্ধারিত বর্তমান বাজার মূল্যে বিক্রির নিদেশ দেয়া হয়।সেসাথে সুয়াবিন তেল মজুদ না করার জন্য সতক করে দেন ইউ এন ও।