বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ক্রয় খরচ দেখাতে না পারায় ও অতিরিক্ত দামে তরমুজ বিক্রির দায়ে তিন আড়তদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে জেলা শহরের উদয়ন মোড়ের তিনটি আড়তদারকে এই জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
তরমুজ ক্রয়ের সঠিক হিসাব দেখাতে না পারায় ও অতিরিক্ত দামে বিক্রি করায় এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন।
জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি পরিদর্শক কোবাদ আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদয়ন মোড় এলাকার সামশুল ফল ভান্ডারকে ২০ হাজার, মুন্না এন্টার প্রাইজকে ১৫ হাজার ও ফয়সাল ফল ডান্ডার ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আগামীতে সঠিকভাবে ক্রয়মূল্য নিশ্চিত করে, নিয়ম অনুযায়ী লাভ করে তরমুজ বিক্রির নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ জাতীয় আরো খবর..