বিডি ঢাকা ডট কম নিউজঃ তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যাক্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থা সদর শাখার সহযোগিতায় এই কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা। দিনব্যাপী উদ্যাক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় ১০০ জন নারী উদ্যোক্তা ও প্রশিক্ষনার্থী অংশ নেয়। কর্মশালায় স্বাবলম্বী করতে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের বিবরণ তুলে ধরেন বক্তারা। কর্মশালায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয় এবং করনীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়।