চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : লবণাক্তা রোধ করি, মাটির উৎপাদন শীলতা বৃদ্ধি করি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনসিটিটিউট আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক।
এদিকে,জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট আঞ্চলিক কার্যলয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোখলেসুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামানসহ আরও অনেকেই।
উদ্ভিদের জন্ম-বৃদ্ধিতে ও মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়ে থাকে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।