বিডি ঢাকা ডেস্ক
‘অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদেরকে সমাজের মূলধারায় নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিবন্ধীরাও সমাজে অনেক অবদান রাখতে পারবেন।
সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। সূচনা বক্তব্য দেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- অ্যাঞ্জেল গার্ডেনের আমিনুল ইসলাম ও প্রতিবন্ধী ব্যক্তি আইনাল হক। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করা হয়।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় আলোচনা সভার আয়োজন করে। শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরান।
শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হকের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাহমুদা নাসরিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।
শেষে প্রতিবন্ধীদের মধ্যে একটি ট্রাইসাইকেল ও দুটি হুইল চেয়ার বিতরণ করা হয়।