চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কাটেন আওয়ামীলীগ নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সেখানেই দেশ, জাতি ও আওয়ামী লীগের মঙ্গল কামনায় দোয়া মাহফিল করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ মুহাম্মদ জিয়াউর রহমান, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ও শিবগঞ্জের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, অর্থ সম্পাদক এরফান আলী, স্বাস্থ্য ও জনসংযোগবিষয়ক সম্পাদক ডা. দুররুল হোদা, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, মেসবাহুল সাকের জ্যোতি, জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, উপ-দফতর সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শিবগঞ্জ : শিবগঞ্জে করোনা পরিস্থিতির কারণে স্বল্পপরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। শেষে জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গোমস্তাপুর : নানা আয়োজনের মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে বুধবার সকালে রহনপুর কলোনীমোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ আল শফি আনসারী, চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মোহাম্মদ ফিটু, যুবলীগ নেতা মোমিন বিশ্বাসসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।