বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় জেলায় কর্মরত বিভিন্ন এনজিও‘র প্রতিনিধিগণ তাদের অতীত কর্ম-পরিধি নিয়ে বক্তব্য রাখেন। সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের পরিদর্শক আব্দুল কুদ্দুসসহ ব্র্যাক, কারিতাস, টিএমএসএস, এসকেএফ, মেরী স্টোপস, ডাস্কো, বাইসসহ বিভিন্ন এনজিও‘র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।