চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রেরজন্মশতবার্ষিকী শনিবার পৃথক স্থানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। ইলা মিত্র স্মৃতি সংসদ, ‘তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’ ও ইলা মিত্র জন্মদিন উদযাপন কমিটি এ উপলক্ষে নানান কর্মসূচির আয়োজন করে।চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মৃতিবিজড়িত স্থান রাওতাড়ায় ইলা মিত্র স্মৃতি সংসদ আয়োজন করে নানান অনুষ্ঠানের। শনিবার বেলা ১১টার দিকে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে জন্মশতবার্ষিকীর কেক কাটা হয় ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ৪ দিনব্যাপী ইলা মিত্র মেলার উদ্বোধন করা হয়।
ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য দেন ইলা মিত্রকে নিয়ে নির্মিত ‘নাচোলের রাণী’ চলচ্চিত্রের পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইলা মিত্র গবেষক ও লেখক আলাউদ্দিন আহমেদ বটু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফী রতন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ইসরাইল সেন্টুসহ আরো অনেকে।
আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর নৃত্য, ঐতিহ্যবাহী গম্ভীরা ও নাটিকা পরিবেশিত হয়।
শেষে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে ইলা মিত্রের স্মৃতি ফলকে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে ‘তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’ ইলা মিত্রের জন্মশতবার্ষিকীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০টা থেকে জেলাশহরের ফায়ার সার্ভিস মোড়ে জেলা ও জেলার বাইরে থেকে আদিবাসী নারী ও পুরুষরা সমবেত হন। পরে বেলা ১১টার দিকে সেখান থেকে আদিবাসীদের নিজস্ব বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বাক বঙ্গপাল সরদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— আদিবাসী লেখক ও গবেষক পিথুশিলাক মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি ও সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলুসহ অন্যরা।
কর্মসূচিতে আদিবাসী ছাড়াও বাঙালি কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা ইলা মিত্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন— ইলা মিত্র শুধু অবহেলিত কৃষক নয়— খেটে খাওয়া দরিদ্র মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির গঠন করা ইলা মিত্র জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি নাচোলে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে। কমরেড ইলা মিত্রের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ আল ক্বাফী রতনের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বক্তব্য দেন— কমরেড আব্দুল্লাহ আল ক্বাফী রতনসহ অন্যরা।