চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি জেলা পুলিশ সুপারের কার্যালয়র সামনে থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। পরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উরাও, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা কমিউনিটি পুলিশিং এর নব নির্বাচিত সদস্য সচিব আলহাজ্ব মোখলেসুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃগোলাম রাব্বানী, মুক্তিযোদ্ধা মুনিমুদদ্দোলা, সদর উপজেলা আওয়ামী সভাপতি মোঃআজিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এ এম ফজল-ই খুদা (পলাশ), সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, সদর মডেল থানা পরিদর্শক ( তদন্ত) মিন্টু রহমান, সদর মডেল থানা পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুল হক চৌধুরী। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইমন রেজা, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ প্রমুখ।