বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ডাসকো ফাউন্ডেশনের এ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, সহকারী পরিচালক মো. আবু মাসুদ খাঁন।
এ সময় আরও বক্তব্য রাখেন সরকারি পরিচালক( সিসি) ও ডিস্ট্রিক্ট কনসাল্টেন্ট ডা. আবু সাঈদ মুহাম্মদ মাসুদ, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আশরাফুজ্জামান, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ, দাসপুর চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি অ্যানি নকরেক প্রমুখ।