ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে ডুবে ৯ বছরের ছোট্ট শিশু জাহিদ আলী করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ১৬ মে রোববার দুপুর ২ টার দিকে চামাগ্রামের পাশে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর ডোলপাড়া গ্রামের মো. জাক্কার আলির ছেলে মো. জাহিদ আলী (০৯)। পরে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নদীতে ডুবে শিশু নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মহারাজপুরে নিহত জাহিদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।