বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে চারজন অসুস্থ অসহায় দুস্থ মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ১ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চেকগুলো বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, কৃষি গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত পরিচালক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, হাজী বাবলু, মেসবাহুল জাকেরসহ অন্য ব্যক্তিবর্গ।