চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল ৩ জুলাই আনুমানিক সোয়া ৭ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ২নং গোবরাতলা ইউনিয়নের ধাইনগর খেয়াঘাট জনৈক এমদাদুল হক এর চায়ের দোকানের সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময ৮৩ হাজার পিচ ভারতীয় তৈরি সিগারেটসহ চোরাকারবারী মোঃ রহমত আলী (২০), পিতা- মোঃ তসলিম উদ্দিন, সাং-বিশ্বনাথপুর (বাখরালী), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়। উক্ত মাদক চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ সিগারেট সহ বিভিন্ন ধরনের চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
অপর এক অভিযানে র্যাব’র আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা পৌরসভাধীন প্রফেসর পাড়া গ্রামের লন্ডন ইংলিশ স্কুলের জেনারেটর রুমের মধ্যে অভিযান পরিচালনা করে। এসময় তাস দিয়ে টাকার বিনিময়ে গোল হয়ে আসর বসাইয়া জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ মাঈনুল ইসলাম(৪২), মোঃ আঃ বারী (৫১), মোঃ তারেক হোসেন (৫৭), মোঃ মোখলেছ (৫০), মোঃ আশরাফুল ইসলাম (২৮), মোঃ আলমগীর হোসেন (৫৬), এবং মোঃ মতিউর রহমান (৬৩), পিতা- মৃত এত্তাজ আলী বিশ্বাস, সর্ব পৌরসভা চাঁপাইনবাবগঞ্জ, থানা :চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ’দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে পুরাতন প্লেয়িং কার্ড ২ সেট, মোবাইল সেট ৭টি, সীমকার্ড ৯টি, মেমোরী কার্ড ৩টি, মোটরসাইকেল ২টি, জুয়া খেলার নগদ ১২০৭০/- , জুয়া খেলার নোট খাতা ২টি এবং জুয়া খেলার টেবিল ক্লথ ১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়।