বিডি ঢাকা অনলাইন ডেস্ক
নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, সহকারি পুলিশ সুপার দিন ই আলম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, দেবীনগর ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান প্রমূখ। এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে জন্ম ও মৃত্যু সম্পর্কিত সামগ্রিক তথ্য তুলে ধরেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে সফালতা অর্জন করায় জেলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাববুল হোসেন,শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম,শ্রেষ্ঠ পৌর মেয়র হিসেবে শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম,শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুন অর রশিদ এবং একই কারনে গোমস্তাপুরের আলিনগর ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর রাফিজা খাতুন,সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশ বশির উদ্দিন গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি ইউনিয়নের গ্রামপুলিশ গোলাম মোস্তফার নাম ঘোষণা করা হয়।
শেষে জেলায় শ্রেষ্ঠ হওয়া ৮ব্যক্তিকে সম্মাননা হিসেবে ক্রেস্ট এবং সনদ প্রদান করেন প্রধান অতিথি।