বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে গত কাল রাতে অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “আন্তর্জাতিক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২২ এর” আয়োজন করে নিরালা গুচ্ছ গ্রাম যুব সংঘ।
১৬টি দলের অংশগ্রহণে নক আউট ভিত্তিক খেলায় ৩২জন খেলোয়াড় অংশ নেই।
ফাইনাল খেলায় জিরো ফ্যাশন দলের অহিদুল ও শুভ জুটি কে ২-০ সেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবি ব্যাডমিন্টন দলের লিপটন ও ঝুমার জুটি।
খেলা শেষে রানার্স আপ দলকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা ও চ্যাম্পিয়ন দলকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা টুর্নামেন্ট কমেটির পক্ষ থেকে প্রাইজমানি দেওয়া হয়।