বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা হরের মুজিব চত্বরে বুধবার (২৯ মার্চ) বিকাল ৫ টায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী ইফতারি বিতরণ করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণায় ইফতার মাহফিল না করে সাধারণ পথচারী, শ্রমজীবী, রিকশা চালককদের মধ্যে তিনি ইফতারি বিতরণ করে।
বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন এবং জেলা ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী ও ডা. গোলাম রাব্বানীর সহধর্মিণী সেলিনা বিশ্বাসসহ অন্যরা।
শহরের শতাধিক মানুষের মাঝে তিনি ইফতারির খাবার বিতরণ করেন। এ রমজানে শহরের বিভিন্ন মোড়ে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী।