বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের সদরে ও শিবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ। সোমবার সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত দপ্তরের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, সদর উপজেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মওদুদ খাঁ,শিবগঞ্জের আরিফুল ইসলাম ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কার্য সহকারী হারুন অর রশিদ ও অফিস সহায়ক আনোয়ার হোসেন প্রমূখ। বক্তারা জানান, আগামী বুধবার পর্যন্ত এ কর্মবিরতী কর্মসূচি চলমান থাকবে। দাবি আদায় না হলে আবারও বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।