বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে শেখ
রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, সদর উপজেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা এলজিইডি, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জনের কার্যালয়, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর, জেলা শিশু একাডেমী, হরিমোহন
সরকারি উচ্চ বিদ্যালয়, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসী ইসলমা জেসী, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, এএসপি (সদর সার্কেল) আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, নির্বাহী
অফিসার মোঃ রওশন আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খান, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।