বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক পেয়ারা বাগান পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার(২০ অক্টোবর) দুপুরে জেলার নাচোল উপজেলার আলিশাহপুর গ্রামের একটি পেয়ারবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার লাওঘাটা গ্রামের সিফাতুল্লাহর ছেলে মংলু আলী(৬২)
বাগান মালিক আলামিন জানান,মঙ্গলবার দুপুরে একসাথে বাগানে ভাত খেয়ে তিনি চলে আসার পর বুধবার কয়েকবার ফোন দেযার পর না পেয়ে বৃহষ্পতিবার সকালে বাগানে এসে দেখেন বাহানের মধ্যে মংলুর লাশ পড়ে আছে।পরে নাচোল থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, পেয়ারা বাগান থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।ধারনা করা হচ্ছে ঐ ব্যক্তি বুধবার কোন এক সময় মারা গেছেন।লাশ ময়না তদন্ত করা হবে।তার মৃত্যুর কারন ময়না তদন্তের পর বলা যাবে।