বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে দোকানে মূল্য তালিকা না থাকায় দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স ।
সোমবার (১০ মার্চ) বিকেল চার টার দিকে সদর উপজেলার বারঘরিয়া বাজারে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৮ ধারায় বারঘরিয়া বাজারের বিসমিল্লাহ স্টোরের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
সেই সাথে বাজারের অন্যান্য হাঁস মুরগি ও সবজি দোকানেদের পরিষ্কার পরিচ্ছন্নতা ও মূল্য তালিকা টাঙানোর ব্যাপারে সচেতনতা মূলক কার্যক্রম করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন টাস্কফোর্সের অন্যান্য সদস্য, জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী, খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম,বাজার প্রতিনিধী শহিদুল ইসলাম ও সদর থানার পুলিশ দল ।